২১ নভেম্বর ১৯৭১ঃ কালিগঞ্জ ফ্রন্ট
কালিগঞ্জে আগের দিনও মুক্তিবাহিনী পাকবাহিনীর উপর হামলা করে। আজ তারা যৌথ বাহিনী হিসেবে সর্বাত্মক আক্রমনে নামে। সাথে ভারতীয় বেঙ্গল এরিয়া এর ৩ রাজপুত। প্রথম কয়েক ঘণ্টার যুদ্ধের ফলাফল হল ৪০ জনের পাক বাহিনীর একটি দল আত্মসমর্পণ করে। যৌথ বাহিনীর এ অংশে মুক্তিবাহিনীর পক্ষে ছিল লেঃ আহসানের বাহিনী। নায়েব সুবেদার গফুরের অপর একটি প্লাটুন ৬ পাকসেনা বন্দী করেন। দিন শেষে বসন্তপুর, কালীগঞ্জ মুক্ত হয়। শ্যামনগর আগে থেকেই একধরণের মুক্ত ছিল ফলে দুই থানা মুক্ত হয়।