৮ এপ্রিল ১৯৬৬ঃ মওলানা পাকিস্তানের সংহতিতে বিশ্বাসী
মওলানা ভাসানী ঢাকায় বলেছেন তিনি এবং তার দল পাকিস্তানের সংহতি ও ঐক্য বিনষ্ট হয় এরুপ কার্যক্রমে শরিক হবে না। তিনি বলেন তিনি ও তার দল স্বায়ত্তশাসন চান কিন্তু পাকিস্তান ভাঙ্গা চান না। তিনি বলেন তার দলের প্রধান কর্মসূচী পাকিস্তান প্রস্তাব।