নভেম্বর ১৯৭০ঃ আওয়ামী লীগ স্বাধীনতা তহবিলে ভারতীয় নাগরিকদের দান।
কিছু চরিত্রহীন রাজনীতিবিদ বুদ্ধিজীবী বিভিন্ন প্রকাশনায় লিখে গেছে শেখ মুজিব স্বাধীনতা চায়নি তিনি চেয়েছিলেন কনফেডারেশন। বাংলাদেশ স্বাধীন না হলে শেখ মুজিবকে ফাঁসী দেয়ার মত পর্যাপ্ত দলিল দস্তাবেজ মজুদ হয়েছিল সামরিক সরকারের হাতে। এটি এধরনেরই একটি।