নন্দনগাছীঃ বীরদের গ্রাম
৭১ এর এপ্রিলে রাজশাহী থেকে এক কোম্পানী সৈন্য গিয়েছিল পাবনা দখল করতে। মুক্তিযোদ্ধাদের হামলায় সে সময় দুজন অফিসার সহ অধিকাংশই সেখানে নিহত হয়েছিল। বাকীরা পালিয়ে রাজশাহী ফিরছিল। নিরাপত্তার জন্য তারা প্রধান সড়ক ব্যাবহার না করে গ্রাম দিয়ে যাচ্ছিল। নন্দন গাছী অতিক্রম করার সময় এ গ্রামের লোক সঙ্গবদ্ধ হয়ে তাদের উপর দা ছুরি বল্লম নিয়ে আক্রমন করে এখানেই তাদের ২৪ জন নিহত হয়। কোন মুক্তিযোদ্ধা ছাড়া অস্র ছাড়া এত বেশী নিয়মিত সৈন্য হত্যার আর কোন নজীর নেই বাংলাদেশে। এলাকাটি রাজশাহীর চারঘাট উপজিলার অন্তর্গত। এ গ্রামে এ নামে রেলস্টেশন আছে। গ্রামটি একটি উন্নত গ্রাম। এখানে একটি ডিগ্রী কলেজও আছে।