১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর আরেকটি অন্য রকম দুর্ভিক্ষের চেষ্টা হয়েছিল।
এ দুর্ভিক্ষে গরীবদের ক্ষতি হত না কিন্তু নিম্ন মধ্যবিত্তদের ক্ষতি হত। এ প্রচেষ্টায় জড়িত ছিল আওয়ামী লীগ এমপি দেলোয়ার হোসেন। তার বাড়ী জামালপুরের বক্সিগঞ্জ উপজেলায়। তার বাসায় / গোডাউনে পাওয়া গিয়েছিল বিপুল পরিমান টিনজাত গুড়া দুধ। তখন গুড়া দুধ কসকর/ টিসিবি বিক্রি করত। খোলাবাজারে তেমন বিক্রি হত না। তার কীর্তিকলাপ থেকেই মনে হয় আমজাদ হোসেন কিছু নাটক লেখার থিম পেয়েছিলেন।