২২ ফেব্রুয়ারী ১৯৭৪ঃ লাহোর ইসলামী সম্মেলনে যোগ দিতে শেখ মুজিবকে রাজী করাতে একটি প্রতিনিধিদল পাঠায় সংস্থাটি।
এর মধ্যেই পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। যাওয়া আসার জন্য আলজেরিয়ার প্রেসিডেন্ট বুমেদিন তার নিজস্ব বিমান পাঠায় ঢাকায়। মধ্যপ্রাচ্য এর দেশ সমুহের আগের ভবিষ্যৎ সাহায্য, শ্রমবাজার, পাকিস্তানের স্বীকৃতি বিবেচনান্তে মুজিব সেখানে যান। রাজী হওয়ার পর কুয়েতের উপ পররাষ্ট্রমন্ত্রীর হাস্যজ্জল মুখ।