You dont have javascript enabled! Please enable it!

মুক্তিযুদ্ধে জিয়ার অংশ নেয়া প্রসঙ্গে পাকিস্তানী মেজরের অভিমত

৪ এপ্রিল ১৯৭১ তিস্তা ব্রিজ যুদ্ধে নিহত হন মেজর ইজাজ মোস্তফা সাইদ। তিনি ছিলেন জিয়ার ব্যাচ ম্যাট এবং ঘনিষ্ঠ বন্ধু। তার স্মৃতিচারণ করতে গিয়ে প্রখ্যাত পাকিস্তানী সেনা গোলন্দাজ প্রশিক্ষক আগা এইচ আমিন এর ছেলে (@mazendrof) তার পিতার সুত্রে instazu তে বলেছেন মেজর জিয়ার মত একনিষ্ঠ পাকিস্তান সমর্থক কিভাবে মুক্তিযুদ্ধে সামিল হন যেখানে তার পিতা মাতা ৭১ এর পরেও পাকিস্তানের পক্ষে অপশন দিয়েছিলেন। জিয়া নাকি আমিনকে বলেছিলেন তার স্ত্রীর কারনে এবং পক্ষ ত্যাগ করলে তার বাঙ্গালী সৈনিকের হাতে প্রান যাওয়ার সম্ভাবনা ছিল। কারন তারা সংখ্যায় বেশী এবং আক্রমণাত্মক ও হিংশ্র ছিল। তার পোস্টে জিয়াকে বিহারী বলা হয়েছে সেখানে বলা উচিত ছিল মোহাজের। পাকিস্তানে জিয়া অনেক জনপ্রিয় কারন তিনি উর্দু পরিবেশে ( ৩য় থেকে দ্বাদশ ) নিজেকে গড়ে তুলেছিলেন।