মুক্তিযোদ্ধা শহীদ রিয়াজউদ্দিন
শহীদ রিয়াজউদ্দিন ছিলেন ২ নং সেক্টরের মুক্তিযোদ্ধা। ৩০ জানুয়ারী ১৯৭২ মিরপুর যুদ্ধে গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য পোল্যান্ড পাঠানো হয়েছিল। জীবিত হয়ে দেশে ফিরতে পারেননি। ১৯৭৩ সালের ২৪ অক্টোবর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার লাশ বাংলাদেশে আসে ২ নভেম্বর ৩ নভেম্বর দাফন করা হয়। তার কবরকে কেন্দ্র করে গড়ে উঠেছে কাচা বাজার। অযত্নে অবহেলায় আছে তার কবর। তার কবরের এক পাশে মাছ, একপাশে গরুর মাংশ, আর একপাশে মুরগীর দোকান। এ মুক্তিযোদ্ধার আত্মীয় স্বজনরাই স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। গতবছর মানিকদির প্রধান সড়ক তার নামে নামকরণ করা হয়েছে।