জুলাই ১৯৭২ঃ ঢাকার কিছু এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে জারী করা হয়েছিল সান্ধ্য আইন
শহরের অলিগলিতে ছিল রক্ষীবাহিনী মোতায়েন। পুরানা পল্টনের কোন এলাকায় ৫ জন রক্ষীবাহিনীর বিপরীতে ৫টি রাজহাঁস উৎসুক দৃষ্টিতে অপেক্ষমান। তাদের চলাচলে রক্ষীবাহিনীর প্রতিবন্ধকতা। হাঁসও সান্ধ্য আইনের আওতামুক্ত নয় বলেই মনে হচ্ছে। না হলে পথ ছেড়ে দিত। বাংলার বানীর ফটো সাংবাদিকের ক্যামেরায় মুহূর্তটি ধরা পরে।