৫ সেপ্টেম্বর ১৯৭২ঃ শ্রমিক লীগে দালাল শেখ মনির প্রতিবাদ
৭২ সালে শ্রমিক লীগ সভাপতি ছিলেন মোঃ শাহজাহান সাধারন সম্পাদক ছিলেন আব্দুল মান্নান এমএনএ। স্বাধীনের পর সবচে বড় লুটপাট কারী ছিল শ্রমিক লীগ। তারা লাল বাহিনী গঠন করেছিল লুকায়িত দালাল ধরার জন্য। তারা কতটুকু সাফল্য লাভ করেছিল তা জানা যায়নি। সভাপতি শাহজাহান চলে যান জাসদে। তিনি থাকা অবস্থায় বড় এক রাজাকার দালাল আব্দুল মতিনকে তাদের দলে অন্তর্ভুক্ত করে নগর কমিটির নেতা বানিয়েছিল। মনির কঠোর পদক্ষেপের ফলে মতিন শ্রমিক লীগে টিকতে পারেনি। চলে যান জাসদে। জাসদে থাকাকালীন তার দালালী নিয়ে প্রশ্ন উঠলে তাকে দল থেকে বাদ দেয়া হয়। ৭৫ এর পর মতিন বাংলাদেশ লেবার পার্টি নামে দক্ষিনপন্থী একটি দল গঠন করে তার সভাপতি হন। তার শ্রমিক লীগে ভুক্তির ব্যাপারে নিশ্চয়ই বর্তমানের মতই লেনদেন হয়েছিল। মান্নানও দলে টিকতে পারেননি। তাকেও একসময় বহিস্কার করা হয়েছিল। মান্নান পরে মোস্তাকের সাথে যান। শ্রমিক লীগের আরেক বড় নেতা রুহুল আমীনকে বহিস্কার করা হয় দুর্নীতির দায়ে। পরে তিনি যান জাসদে।