You dont have javascript enabled! Please enable it! এপ্রিল ১৯৭২ঃ কাদের সিদ্দিকীরা দুই ভাই গোঁড়া থেকেই বিতর্কের উৎস ছিলেন - সংগ্রামের নোটবুক

এপ্রিল ১৯৭২ঃ দুই ভাই গোঁড়া থেকেই বিতর্কের উৎস ছিলেন

যুদ্ধের সময় এদের বিরুদ্ধে লুটতরাজের অভিযোগ ছিল। স্বাধীনের পরও ছিল। একজন সমগ্র টাঙ্গাইলের অঘোষিত প্রশাসক বনে গিয়েছিলেন। ছাত্রলীগ বিস্তর অভিযোগ করেও তাদের দু ভাইয়ের কিছুই করতে পারেনি। এক পর্যায়ে শেখ মুজিব হস্তক্ষেপ করে বললেন এরা ভাল মানুষ। এর পরেই এদের বিরুদ্ধে খোদ প্রেসিডেন্ট এর বাড়ী দখলের অভিযোগ উঠে। রক্ষী বাহিনীর হস্তক্ষেপের প্রয়োজন হয় সে বাড়ী উদ্ধারের। যা হোক এদের একজনকে গভর্নর বানানো হয়েছিল। পরে অবশ্য তারা লড়াই করে মুজিব হত্যার প্রতিবাদ করে সে ঋণ শোধ করার চেষ্টাও করেছিলেন।