অক্টোবর ১৯৭৪ঃ পাকিস্তানের ফেলে যাওয়া অস্র সম্পর্কে
সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অস্র রশদ গুলোর যে গুলি ভারতে নিয়ে যাওয়া হয়েছিল সে গুলি বিষয়ে ১৩ মে ৭৪ মুজিব ইন্দিরা সমঝোতা হয়। জেনেভা কনভেনশনের নিয়ম অনুযায়ী পরাজিতদের যুদ্ধাস্র রসদ বিজয়ী দলের প্রাপ্য হয়। এ যুদ্ধে বিজয়ী পক্ষ দুটি তাই অস্র গুলো সমান হারে ভাগ করা হয়। ৭৪ এর শেষের দিকে বাংলাদেশের প্রাপ্য অস্র ফেরত পায়।