মওলানা মান্নান
বাংলার বানীর ভাষ্য অনুযায়ী মওলানা মান্নান পাকিস্তানে আশ্রিত ছিলেন। সাধারন ক্ষমার পরে তিনি গোপনে বাংলাদেশে এসে থাকতে পারেন। তবে তিনি সে সময় বাংলাদেশে ছিলেন এমন রেফারেন্স চোখে পড়েনা। রাজাকার দালালদের মহা আনন্দের দিন ছিল ৭৬ সালের ৭ মার্চ। সে দিনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সব বড় বড় দালালদের ঢাকায় জড়ো করা হয়েছিল। পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের আদলে এদিন ৫-৬ টি স্থানে সিরাতুন্নবি অনুষ্ঠান পালন করা হয়। এদের নেতা ছিলেন বাংলাদেশ পাকিস্তানের দ্বৈত নাগরিক বিমান বাহিনী প্রধান তাওয়াব। এমন একটি অনুষ্ঠানে প্রখ্যাত দালাল মওলানা মান্নান। কনভার্টেড দালাল মইনুল ইসলাম ছিলেন এদের মিডিয়া পার্টনার।
নোটঃ পাকিস্তানের কিছু লেখায় তাওয়াবকে পাকিস্তানী উল্লেখ করা হয়েছে।