You dont have javascript enabled! Please enable it! 1975.05 | এপ্রিল - মে ১৯৭৫ঃ জ্যামাইকায় শেখ মুজিব - সংগ্রামের নোটবুক

এপ্রিল – মে ১৯৭৫ঃ জ্যামাইকায় শেখ মুজিব

৭১ এর আগে থেকেই আওয়ামী লীগের সাথে ব্রিটেনের লেবার পার্টির একটা ভাল সম্পর্ক ছিল। সে সুবাধে লেবার নেতা ও প্রধানমন্ত্রী উইলসনের সাথে শেখ মুজিবের ভাল বন্ধুত্ব গড়ে উঠেছিল। মুক্তিযুদ্ধে কানাডার সমর্থনের থেকেই কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর সাথে শেখ মুজিবের সাথে বন্ধুত্ব। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী গঘ হুইটলামের সাথে বন্ধুত্ব হয় আগের অটোয়া কমনওয়েলথ সম্মেলনে পাশাপাশি আসনের কারনে। জ্যামাইকায় এসে কমনওয়েলথ প্রধানমন্ত্রীদের জন্য অবকাশ কাটানোর একটা ব্যবস্থা করা হয়েছিল। সেখানে ৪ বন্ধু এক সাথে সি বীচে আনন্দ করেন। ট্রুডো পানিতে ডিগবাজী, হুইটলাম বউ এর পিঠে তেল মালিশ, আর উইলসন বিবিসিকে এই ফাকে এক সাক্ষাৎকার দিলেন। শেখ মুজিব গাছের নীচে চেয়ার নিয়ে বাতাস উপভোগ করেন।