মে ১৯৭৪ঃ তখনো দুর্ভিক্ষ বা বন্যা হয়নি
কিন্তু দৈনিক জনপদ পত্রিকা কয়েকদিন পরপর পত্রিকার প্রথম পাতায় এক দুই লাইনের ক্যাপশন দিয়ে ক্ষুধার্ত শিশু ও প্রায় বস্রহীন মহিলার কিছু ছবি ছাপিয়ে যাচ্ছিল। এর মধ্যে একটি ছবি ছিল এক মহিলার পরিচ্ছদ নিয়ে। এ ছবি থেকেই পরে অনুপ্রানিতরা ইত্তেফাকে বাসন্তী ছবি ছাপিয়েছিল। জনপদের মালিকানা ছিল দলের সাধারন সম্পাদক এএইচএম কামরুজ্জামানের এবং সম্পাদক ছিলেন আব্দুল গাফফার চৌধুরী। দুর্ভিক্ষের সময় তারা সরকারী দৈনিক বাংলার সাথে প্রতিযোগিতায় নেমেছিল কে কত নির্মম ছবি ছাপাতে পারে। সে তুলনায় জাসদ, ন্যাপ উভয় অংশ, সিপিবি, চরমপন্থী বাম দলের পত্রিকাগুলো ছিল সহনশীল পর্যায়ের।