You dont have javascript enabled! Please enable it! 1971.11.17 | ভূট্টো নুরুল আমীন তর্কাতর্কি - সংগ্রামের নোটবুক

১৭ নভেম্বর ১৯৭১ঃ ভূট্টো নুরুল আমীন তর্কাতর্কি

জুলফিকার আলী ভূট্টো
জুলফিকার আলী ভূট্টো করাচীতে বলেছেন পরাজিত ও জনগন ধিকৃত বেক্তিদের নিয়ে মিশেল / কোয়ালিশন সরকার গঠন করা হলে তা পাকিস্তানের জনগনের জন্য অপমান স্বরূপ হবে। এ সরকার হবে অগনতান্ত্রিক পন্থায় গঠিত পুতুল সরকার। জনগন যদি অগনতান্ত্রিক পন্থা প্রয়োগ করে এ সরকার ৪০ দিন ও টিকবে না। তিনি বলেন স্বীকৃত রীতিনীতি অনুযায়ী সংযুক্ত কোয়ালিশন দল নামে কোন দল হতে পারে না। তিনি বলেন জনগন ভাল করেই জানে এরুপ দল ডুবন্ত জাহাজকে উদ্ধার করতে সক্ষম নয়। পরে তিনি লারাকানা যান সেখানে তিনি বলেন অগনতান্ত্রিক শাসন বেবস্থায় এটি তার শেষ ঈদ। ভবিষ্যৎ ইদ হবে জনগনের সরকারের আমলে তখন জনগন বেশী আনন্দ করতে পারবে।

রাওয়ালপিন্ডিতে নুরুল আমীন
রাওয়ালপিন্ডিতে এক সংবর্ধনা সভায় ইউসিপি নেতা নুরুল আমিন পশ্চিম পাকিস্তানের কোন নেতাকে বিশৃঙ্খলা করতে না দেয়ার জন্য সরকারের প্রতি আহবান। জানিয়েছেন। তিনি বলেন পশ্চিম পাকিস্তানে এক বেক্তি অযথা গণ্ডগোল সৃষ্টি করতে যাচ্ছে তাকে বাধা না দেয়ার অর্থ হচ্ছে সরকার পশ্চিম পাকিস্তানেও গোলযোগ ডেকে আনছেন। তিনি বলেন পূর্ব পাকিস্তানের ঘটনাবলী সম্পর্কে সরকারকে আগেই সতর্ক করেছিলেন কিন্তু কেউই তার কথায় সেদিন আমল দেননি। জনাব ভূট্টো তার বিরুদ্ধে ১০ মার্চের বৈঠকে অংশ না নেয়ার যে অভিযোগ করেছেন তার উত্তরে আমীন বলেন সে সভায় মুজিব অংশ না নেয়ার কথা বলায় সর্বদলীয় সে সভা কার্যত পরিতেক্ত হয়েছিল। মুজিব আমাকে কোন চাপ প্রয়োগ করেনি। ভূট্টোর বিবৃতির প্রতিবাদ না করা প্রসঙ্গে তিনি বলেন এখন কাদা ছোড়া ছুড়ির সময় নয় তাই তিনি তাতে জড়াননি।