You dont have javascript enabled! Please enable it! পাকিস্তান আদর্শ রক্ষা তহবিল - সংগ্রামের নোটবুক

পাকিস্তান আদর্শ রক্ষা তহবিল

১৯৬৯ সালে জামাতের প্রাদেশিক সভাপতি ছিলেন মওলানা আব্দুর রহিম। ৬৯ এর শেষের দিকে নতুন সম্মেলনে সভাপতি হন গোলাম আজম। ৭০ সালে নির্বাচন কার্যক্রম শুরু হলে মওলানা মওদুদি পাকিস্তান আদর্শ রক্ষা তহবিল একটি তহবিল চালু করেন । এটা ৭১ এর যুদ্ধ তহবিলের কার্যক্রম ছিল না কিন্তু এ তহবিলের অবশিষ্ট তারা পরে সে কাজে লাগায়। আসলে এটি ছিল তাদের নির্বাচনী তহবিলের একটা উদ্যোগ। আরেকটি উদ্যোগ ছিল পণ্য দ্রব্য নিলাম করা। মহিলাদের গহনা, পুরুষদের ঘড়ি নিলামে উচ্চ মূল্য এ বিক্রি করা।

১৯৬৯ সালের গোল টেবিল বৈঠকের আগে বিরোধী দলগুলির নিজেদের মধ্যে বোঝা পরার জন্য লাহোরে ম্যারাথন বৈঠক হচ্ছিল। মওলানা ভাসানি গোল টেবিল বৈঠক বর্জন সত্ত্বেও সেখানে যান। তিনি ডাক নেতাদের সাথে কোন আলোচনায় বসেননি। তিনি নেতাদের আলোচনা অনুষ্ঠানের কাছেই সভা সমাবেশ করে নেতাদের বিরুদ্ধে অহেতুক কুৎসামূলক বক্তব্য দিয়ে যাচ্ছিলেন। বিষয়টি শেখ মুজিবের পছন্দ হয়নি। ইদ উপলক্ষে গোল টেবিল স্থগিত হলে শেখ মুজিব ঢাকা চলে আসেন। ভাসানি লাহোর থেকে ট্রেন যোগে দক্ষিনে সমাবেশ করতে করতে করাচী যান। পথে এক সমাবেশে তিনি মারধরের শিকার হন। একটি সভায় উত্তেজনামূলক বক্তব্য দেয়ার জন্য আইউব পতনের পর তার দলের সাধারন সম্পাদক মশিউর রহমানের ১০ বছর সাজা হয়েছিল। ঢাকায় ফিরে শেখ মুজিব মওলানার প্রতি তার বিরক্তি প্রকাশ করেন।