১৮ নভেম্বর ১৯৭১ঃ সাতক্ষীরার মুক্তাঞ্চলে গণমাধ্যম কর্মীরা
সেপ রিফ এর নেতৃত্ব এ ভিজ নিউজ কর্মীরা সাতক্ষীরার একটি মুক্তাঞ্চল পরিদর্শন করে মুক্ত এলাকার ভিডিও ধারন করে। ভারতীয় বাহিনী টীমটিকে সীমান্ত পর্যন্ত পৌঁছে দেয় তারা তারা মুক্তিবাহিনীর সাহায্যে কয়েক মাইল ভিতর পর্যন্ত গমন করেন। তারা স্রিপুর নামক একটি ধ্বংসপ্রাপ্ত বি ও পি দেখেন এবং চিত্রধারন করেন। তারা কতক শিশুকে দিয়ে প্রশিক্ষনের কিছু চিত্র ধারন করেন। মুক্তিযোদ্ধাদের দলে একজন শিশু মুক্তিযোদ্ধা ছিল।