You dont have javascript enabled! Please enable it! 1971.11.18 | বিবিধ | ৩ কূটনীতিক বরখাস্ত | আরব লীগ - সংগ্রামের নোটবুক

১৮ নভেম্বর ১৯৭১ঃ বিবিধ

৩ কূটনীতিক বরখাস্ত
পাকিস্তানের সাবেক তিন কূটনীতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করায় পাকিস্তান সরকার তাদের চাকুরী থেকে বরখাস্ত করেছে। তারা হলেন হুমায়ুন রশিদ চৌধুরী কাউন্সিলর দিল্লী, খুররম খান পন্নি সাবেক রাষ্ট্রদূত ফিলিপাইন, এ এম মুস্তাফিজুর রহমান নেপালে পাকিস্তান দুতাবাসের ২য় সেক্রেটারি। এর আগে মুস্তাফিজুর নামে কোন পূর্ব পাকিস্তানী নেপালে কর্মরত নেই বলে পাকিস্তান জানিয়েছিল।

আরব লীগ
কায়রোতে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে আরব লীগ সেক্রেটারি জেনারেল আব্দুল খালেক হাসনাতকে ভারত ও পাকিস্তানের সাথে যোগাযোগের যে দায়িত্ব দেয়া হয়েছে পাকিস্তান তাকে অভিনন্দন জানিয়েছে। খালেক ইতিমধ্যে দু সরকারের কাছে পত্র পাঠিয়েছেন।