১৬ নভেম্বর ১৯৭১ঃ বাংলাদেশ টু দিল্লী বিশ্ব বিবেক জাগরন যাত্রা
নিখিল ভারত শান্তি সেনা মণ্ডল আয়োজিত বিশ্ব বিবেক জাগরন যাত্রায় অংশ নেয়া বাংলাদেশের ৪ শরণার্থী এখন পাটনা অবস্থান করছে। এরা হলেন মতিলাল দাস, আশরাফ হোসেন, অহি ভূষণ চক্রবর্তী ও দিলিপ কুমার নাগ। প্রথমোক্ত তিন জন কলেজ শিক্ষক এবং ৪র্থ জন ছাত্রনেতা। এ ছাড়াও পদযাত্রায় বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে ২ জন করে অংশ নিচ্ছেন। এর আগে অক্টোবর মাস থেকে ভারতের বিভিন্ন অংশ থেকে প্রতিনিধিরা পাটনা এসে পৌঁছেছেন। পাটনা থেকে শুরু হবে মুল যাত্রা। এরা পায়ে হেটে দিল্লি যাবেন এবং বিভিন্ন পথসভায় বক্তৃতা দিবেন। দিল্লী পৌঁছে তারা বিভিন্ন দুতাবাসে ধর্না দিবেন। একই সময় বিভিন্ন দেশে অনুরূপ কর্মসূচী চলবে। ৩০ জানুয়ারী ২৩ দেশের প্রতিনিধিরা গান্ধীর সমাধিতে একত্রিত হয়ে সমাপনী অনুষ্ঠানে অংশ গ্রহন করবেন।