১৫ নভেম্বর ১৯৭১ঃ একাধিক বাহিনীর পাসিং আউট
ময়মনসিংহে ১৫০ জনের এক দল রাজাকারের প্রশিক্ষন সমাপ্তি শেষে পাসিং আউট হয়েছে। ময়মনসিংহ এপকাফ (সাবেক ইপিআর) সদর দপ্তরে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় রাজনৈতিক ও সরকারী কর্মকর্তা বৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লাহোর ক্যান্টনমেন্ট ফোরট্রেস ময়দানে ন্যাশনাল সার্ভিস শিক্ষানবিসদের(মুজাহিদ) এক বছর মেয়াদী প্রশিক্ষন শেষে সমাপনি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সালাম গ্রহন করেন মেজর জেনারেল মালিক আব্দুল মাজিদ। অনুষ্ঠানে সিনিয়র সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অপর দিকে থল এ পাকিস্তান ফ্রন্টিয়ার ফোর্স এর একটি দলের পাসিং আউট হয় অনুষ্ঠানে ফ্রন্টিয়ার ফোর্স এর আইজি মেজর জেনারেল শেরিন দিল খান নিয়াজি উপস্থিত ছিলেন। তারা সেখানে মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করেন। উল্লেখ্য ফ্রন্টিয়ার ফোর্স পূর্ব পাকিস্তানের এপকাফের অনুরুপ আধা সামরিক সীমান্ত রক্ষী বাহিনী যাহা বিভিন্ন নামে বিভক্ত যেমন থল স্কাউট, টচি স্কাউট, গিলগিট স্কাউট, কারাকোরাম স্কাউট, চিত্রল স্কাউট, সাউথ ওয়াজিরিস্থান স্কাউট, নর্দার্ন স্কাউট, কালাত স্কাউট, বাজাউর স্কাউট, খাইবার রাইফেলস, শোয়াত লেভিজ, কুররাম মিলিশিয়া, জোভ মিলিশিয়া, চাগাই মিলিশিয়া নামে অভিহিত।