শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনের পরিবেশ চাই টিটো
(দিল্লী প্রতিনিধি) নয়াদিল্লী, ১৭ই অক্টোবর-যুগশ্লাভিয়ার প্রেসিডেন্ট মি: টিটো বাংলাদেশে এমন এক রাজনৈতিক অবস্থা সৃষ্টির আহ্বান জানিয়েছেন, যাতে শরণার্থীরা নিরাপদে ও দ্রুত তাদের দেশে ফিরে যেতে পারেন। ভারতের প্রেসিডেন্ট শ্রীগিরি যে ভােজ সভার আয়ােজন করেন, মি: টিটো সেখানে এই অভিমত ব্যক্ত করেছেন। প্রেসিডেন্ট টিটো বলেন যে, পূর্ব বঙ্গের লক্ষ লক্ষ শরণার্থীর ভরণ-পােষণের গুরুতর দায়িত্ব ভারতের উপর এসে পড়েছে। ভারতের পক্ষে এটা গুরুতর দায়িত্ব। তিনি বলেন, সমগ্র আন্তর্জাতিক গােষ্ঠিকে এজন্য এগিয়ে আসতে হবে এবং এই সমস্যা সমাধানে আরাে বেশী সচেষ্ট হতে হবে।
সাপ্তাহিক বাংলা ॥ ১ : ৪ ॥ ১১ নভেম্বর ১৯৭১
সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪