You dont have javascript enabled! Please enable it! 1971.11.25 | ভারত থেকে পূর্ববঙ্গে শরণার্থীর শােভাযাত্রা - সংগ্রামের নোটবুক

ভারত থেকে পূর্ববঙ্গে শরণার্থীর শােভাযাত্রা

কোপেন হেগেন ১৮ই অক্টোবর-ভারত থেকে এক লক্ষ শরণার্থী শােভাযাত্রা করে পূর্ববঙ্গে প্রবেশ করে অহিংস বিক্ষোভ প্রদর্শন করবেন বলে জানা গেছে। এই বিক্ষোভ প্রদর্শনের আয়ােজন করেছেন বাংলা দেশের সংগ্রাম পরিষদ। আগামী ছ’মাসের মধ্যেই এই বিক্ষোভের আয়ােজন করা হবে। লন্ডনস্থ বাংলাদেশের সংগ্রাম পরিষদের প্রতিনিধি গতকাল কোপেনহেগেন এক বিবৃতিতে বলেন যে অহিংস বিক্ষোভ প্রদর্শনের জন্য এক লক্ষ শরণার্থী শােভাযাত্রা করে ভারত থেকে পূর্ববঙ্গে যাবেন। আন্তর্জাতিক অহিংস ব্রিগেডের এক হাজার জন সদস্য এই এক লক্ষ শরণার্থীকে পশ্চিম পাকিস্তানী সৈন্য বাহিনীর হাত থেকে রক্ষা করবেন। বাংলাদেশের মুক্তি সংগ্রামের অনুকূলে সমর্থন সংগ্রামের চেষ্টায় উক্ত প্রতিনিধি স্ক্যান্ডিনেভিয়া ও পশ্চিম ইউরােপ সফর করেছেন।

বাংলাদেশ (১) ॥ ১: ১৮ ॥ ২৫ অক্টোবর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪