১৪ নভেম্বর ১৯৭১ঃ খুলনায় রাও ফারমান আলী
খুলনায় খালিশপুর হাউজিং এস্টেট মাঠে পূর্ব পাকিস্তান শ্রমিক ফেডারেশনের এক শ্রমিক সমাবেশে মেজর জেনারেল রাও ফারমান আলী সব ভেদাভেদ ভুলে গিয়ে দেশে শিল্পোন্নয়নের গতি বাড়ানোর জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন এ সরকার সব সময় শ্রমিকদের কল্যাণের জন্য নিবেদিত। তিনি বলেন শ্রমিকদের মজুরি ৮৫ টাকা থেকে ১২৫ টাকায় বৃদ্ধি করা হয়েছে। তিনি শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করা নিরুৎসাহিত করেন। তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, ‘আমাদের সেনাবাহিনী ভারতের আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত। বাইরের কোন শক্তি পাকিস্তানের সংহতি ও অখন্ডতা বিনষ্ট করতে সক্ষম হবে না। তিনি কি পরিস্থিতিতে জিন্নাহ হিন্দুদের কাছ থেকে মুসলমানদের জন্য পৃথক আবাস ভুমি গড়ে তুলেছিলেন তার বিবরন দেন। তিনি বলেন ঢাকা চট্টগ্রাম খুলনার যা কিছু উন্নয়ন হয়েছে তার সবটাই দেশ বিভাগের পর। দেশ বিভাগের আগে এসকল শহর কলকাতার পশ্চাদভূমি হিসেবে ব্যাবহার হতো। ভারতের তথাকথিত বাংলাদেশ সম্পর্কিত প্রচারনার উল্লেখ করে রাও ফরমান আলি বলেন পশ্চিমবঙ্গকে স্বাধীন করে দেয়ার আহ্বান জানান। তারা যেন পূর্ব পাকিস্তানের ক্ষতি না করেন। তিনি শ্রমিকদের দাবী দাওয়া বিবেচনার আশ্বাস দেন।