মুক্ত অঞ্চলে ঈদের জামাত
গত শনিবার (ঈদের দিন) সকালের দিকে হাতিবান্দা মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় জনসাধারণের মধ্যে আনন্দের ঢেউ পড়ে যায়। পরে রাত্রী সাড়ে ১০ ঘটিকার সময় পাটগ্রাম থানার এম, পি, এ, জনাব আবেদ আলি নেতৃস্থানীয় ব্যক্তিগণসহ পাঁচশত লােক সঙ্গে নিয়ে সদ্য মুক্তাঞ্চলের রাস্তা বাঁধানাের কাজ শুরু করেন। সারা রাত্রী কাজ চলাকালে ভাের ৪ টার দিকে পাক সেনা কর্তৃক পুতে রাখা মাইনে ৬ জন লােক আহত হয়। জনাব আবেদ আলি অল্পের জন্য রক্ষা পান। পরদিন জনাব আবেদ আলি আহতদের পরিবার পরিজনদের কিছু আর্থিক সাহার্য দেন। খবরে আরাে প্রকাশ যে খান সেনারা তাদের রন্ধনকৃত ঈদের সেমাই এবং জীবিত কিছু মুরগী ফেলে পালিয়ে যায় এবং বহু সংখ্যক রাজাকার প্রচুর অস্ত্রশস্ত্র সহ আত্মসমর্পণ করে।
রণাঙ্গন (২) ২ ডিসেম্বর ১৯৭১
সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪