কূটনীতিকদের চট্টগ্রাম শহরে যেতে দেওয়া হয়নি
নয়াদিল্লি, ২০ এপ্রিল-যুগােস্লাভিয়া ও পােল্যান্ডের বাণিজ্য দূত এবং সােভিয়েত ট্রেড কমিশনারকে গত ৪ এপ্রিল ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম শান্ত ও সামরিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে-এ কথা বােঝানাের জন্যই এই সফর। তাই প্রচারও হয়েছিল ফলাও করে। কিন্তু ওঁদের চট্টগ্রাম বিমানবন্দরে পনের মিনিট বসিয়ে রেখে ঢাকায় ফিরিয়ে আনা হয়। শহরে ওঁরা যেতে পারেননি। ইন্দোনেশিয়ার বাণিজ্য দূত চট্টগ্রাম বন্দরে তার দেশের জাহাজ এসেছে কি না দেখতে গিয়ে চট্টগ্রাম শহরে যেতে চান। তাঁকেও যেতে দেওয়া হয়নি।
বন্দরে তার সামনে হাত ও চোখ বাধা একজনকে দেখিয়ে পাক নৌবহরের এক ক্যাপটেন বলে ভারতীয় অন্তর্ঘাতী। এখন নাকি রােজ ৫ থেকে ১০জন ধরা পড়ছে। ইন্দোনেশিয়ার দূত বিশ্বাস করেননি । তিনি বলেন, অস্বাভাবিক উঁচু দিয়ে তাঁর বিমান ঢাকায় ফেরে। কারণ, সারা পথে বাংলাদেশের পতাকা যাতে চোখে না পড়ে সেজন্যই ওই ব্যবস্থা।
Reference:
২৫ এপ্রিল ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা