১৩ নভেম্বর ১৯৭১ঃ বগুড়ায় গভর্নর মালিক
গভর্নর এ এম মালিক বগুড়ায় বিভিন্ন স্তরের জনগনের এক জনসমাবেশে ভাষণে ইয়াহিয়ার আবেদন মতাবেক শরণার্থী প্রত্যাবর্তনে বাধা না দেয়ার জন্য ভারতের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন তার বিশ্বাস স্বাধীন বাংলার প্রবক্তরা এতদিনে তাদের ভুলের জন্য অনুতপ্ত হয়েছেন এবং বিদেশী শক্তির খেলা বুঝতে পেরেছে। দুর্ভাগ্য যে তারা বাড়ী ফিরতে পারছে না কারন ভারত সরকার তাদের হীন রাজনৈতিক উদ্দেশে তাদের ব্যাবহারে দৃঢ় সংকল্পবদ্ধ। তিনি আশা করেন ভারত সরকারের শুভ বুদ্ধির উদয় হবে তারা শরণার্থীদের ফিরতে দেবেন এবং যুদ্ধ পরিহার করবেন।
তিনি বলেন সর্বাত্মক যুদ্ধ দু দেশের কোটি কোটি মানুষের দুর্ভোগ ডেকে আনবে। তিনি বলেন বরতমান পরিস্থিতি ভারতের সৃষ্টি কারন ভারত কোন দিন পাকিস্তান মেনে নেয়নি। ভারত পাকিস্তানকে ভাঙ্গতে যে কোন সুযোগ খুজবে। তিনি বাংলাদেশ নেতাদের উদ্দেশে বলেন ভারত যদি বাংলাদেশ দখলের পর তার সাথে যুক্ত করে নেয় তবে তাদের ভারতের দাসে পরিনত হতে হবে। জাতি হিসেবে তাদের কোন অস্তিত্ব থাকবে না। তিনি পরে পুলিশ লাইনে যান সেখানে তিনি রাজাকারদের ভূয়সী প্রশংসা করেন। তিনি জনগণকে মতভেদ ভুলে লৌহ দৃঢ় ঐক্য গড়ে তুলে পাকিস্তানের সং হতি ও অখণ্ডতা রক্ষার আবেদন জানান।