You dont have javascript enabled! Please enable it! 1971.11.12 | মওলানা আব্দুর রহীম বলেছেন পাকিস্তানের জনগন কোরান সুন্নাহ পরিপন্থী কোন শাসনতন্ত্র গ্রহন করবে না - সংগ্রামের নোটবুক

১২ নভেম্বর ১৯৭১ঃ জামাতে ইসলামী নেতৃবৃন্দ

জামাতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এবং উপনির্বাচনে নির্বাচিত এমএনএ মওলানা আব্দুর রহীম বলেছেন পাকিস্তানের জনগন কোরান সুন্নাহ পরিপন্থী কোন শাসনতন্ত্র গ্রহন করবে না। আর এ শাসনতন্ত্রে পূর্ব পাকিস্তানের অতীত বঞ্চনার প্রতিকার থাকতে হবে। ইসলামের সাথে অসামঞ্জস্য বিধানাবলীর সংবিধান তারা কখনই মেনে নেবে না। জামাত প্রাদেশিক আমীর গোলাম আজম সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে পিপিপি নেতা মাহমুদ আলী কাসুরির বক্তব্য এর নিন্দা করেছেন। তিনি কাসুরিকে দেশের পরিস্থিতি উপলব্দি করতে এবং ঘোলা পানিতে মাছ শিকার না করার আহবান জানান। তিনি বলেন পূর্ব পাকিস্তানে বামপন্থী দল গুলোর অপকর্মের বিরুদ্ধে তিনি নীরব কেন। বরং তারা দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে অপ প্রচার করছে। তিনি বলেন যারা দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা তাদের সমর্থন করছেন। ( নোটঃ বাম দল বলতে আওয়ামী লীগকে বুঝিয়েছেন। কাসুরি আগে ন্যাপ (ভাসানী) সাধারন সম্পাদক ছিলেন)