১২ নভেম্বর ১৯৭১ঃ পূর্ব পাকিস্তান বিষয়ে যুক্তরাষ্ট্র
পূর্ব পাকিস্তান বিষয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর এর মুখপাত্র চার্লস রে বলেন তার দেশ সীমান্তে সৈন্য মোতায়েনের প্রেক্ষিতে ভারত পাকিস্তান দুই দেশকেই সংযত হওয়ার পরামর্শ দিয়েছে। উপ পররাষ্ট্র মন্ত্রী জোসেফ সিসকো দুই দেশের রাষ্ট্রদুতকে তার দপ্তরে ডেকে পাঠিয়ে এ বিষয়ে তার দেশের মনোভাব জানিয়ে দেন। সিসকো তাদের বলেন পরিস্থিতি আরও জটিল হতে পারে এমন ধরনের কার্যকলাপ হতে বিরত থাকার জন্য দুই দেশকে অনুরোধ করেন। সোভিয়েত করতিক ভারতে এবং চীন করতিক পাকিস্তানে সাম্প্রতিক অস্র সরবরাহের সংবাদের প্রেক্ষিতে তার মনোভাব জানতে চাইলে তিনি মন্তব্য করা হতে বিরত থাকেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রজারস বলেন
ওয়াশিংটনে জাতীয় পেশাদার সাংবাদিকদের আয়োজিত ভোজসভায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রজারস বলেন দুই দেশ সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে। তার দেশ যুদ্ধ পরিহার কল্পে সম্ভাব্য সকল কিছু করছে। তিনি দুই দেশকেই সংযম সাধনের পরামর্শ দেন। তবে যুদ্ধ যদি লেগেই যায় আমরা কোন পক্ষ অবলম্বন করব না। তবে এটা সত্য যে যুদ্ধ আসন্ন। রুশ ভারত সামরিক চুক্তি সম্পর্কে বলেন এ বিষয়ে নিক্সন ইন্দিরা কথা হয়েছে। ইন্দিরা বলেছেন রুশ ভারত চুক্তি ভারতের জোট নিরপেক্ষতার নীতিতে কোন পরিবর্তন আনবে না। তিনি বলেন ইন্দিরার এই আশ্বাসে আমাদের সন্দেহ করার কিছু নাই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন পাকিস্তানে খুচরা যন্ত্রাংশের চালান বন্ধ করা নিয়ে তার দেশের সাথে পাকিস্তানের সম্পরকের অবনতি হবে না।
যুক্তরাষ্ট্রের উচিত শেখ মুজিবের সাথে রেড ক্রসের সাক্ষাতের ব্যাবস্থা করে দেয়া– কেনেডি
মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি পূর্ব পাকিস্তানে একটা রাজনৈতিক সমাধান বের করার উদ্যোগ গ্রহন করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানান। তিনি বর্তমানে ভারতে অবস্থানরত লক্ষ লক্ষ পাকিস্তানী শরণার্থীর দুঃখ দুর্দশা মোচনের জন্যও উদ্যোগ গ্রহণ করার জন্য তাগিদ দেন। এসকল বিষয় ছাড়াও যুক্তরাষ্ট্রের উচিত শেখ মুজিবের সাথে রেড ক্রসের সাক্ষাতের ব্যাবস্থা করে দেয়া। এ ধরনের সাক্ষাৎকার শেখ মুজিবের ভাগ্য ও কুশলাদি সম্পর্কে তথ্য আদান প্রদান করবে এবং সমগ্র এলাকায় উত্তেজনা প্রশমনে সাহায্য করবে। এছাড়াও এই এলাকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে একটা বিতর্ক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের উৎসাহ প্রদান করা উচিত। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে পূর্ব পাকিস্তানের দুর্দশা গ্রস্থ নারী শিশুদের সাহায্য করার জন্য আবেদন জানান।