১২ নভেম্বর ১৯৭১ঃ ইসলামাবাদে সদরুদ্দিন আগা খান
জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার প্রিন্স সদরুদ্দিন আগা খান বলেছেন তিনি ইসলামাবাদে সিনিয়র পাকিস্তানী কর্মকর্তাদের সাথে শরণার্থী স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলাপ করেছেন। শরণার্থীদের ফিরিয়ে আনতে জাতিসংঘ কি কি সুবিধাদি দিতে পারে তার পন্থাও আলোচনা হয়েছে। তার সাথে ঢাকাস্থ প্রতিনিধি জন কেলিও উপস্থিত ছিলেন। তিনি তেহরান রওয়ানা হওয়ার প্রাক্কালে বলেন তিনি আবারো পাকিস্তান আসবেন। তিনি জাতিসংঘে ফিরে সকল দেশের কাছে তার রিপোর্ট পেশ করবেন।