১২ নভেম্বর ১৯৭১ঃ করাচীর জনসভায় জুলফিকার আলী ভুট্টো
জুলফিকার আলী ভুট্টো করাচীর আব্দুল্লাহ হারুন রোডে এক সমাবেশে বলেছেন উপমহাদেশের ভাগ্য রোম, প্যারিস বা ভিয়েনায় নির্ধারিত হবে না হবে উপমহাদেশের মাটিতেই। তিনি পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এবং আক্রমণাত্মক তৎপরতার বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি হুঁশিয়ারি উচ্চারন করে বলেন ভারত পাকিস্তানের উপর যুদ্ধ চাপিয়ে দিলে সে যুদ্ধ সীমান্তেই থাকবে না থাকবে ভারতের মাটিতে। তিনি বলেন তিনি যেন তার পিকিং সফরকে তার (ইন্দিরার) সফলতা মনে করে ভুল না বুঝেন কারন চীন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হামলায় পাকিস্তানকে সর্বাত্মক সাহায্য করবে। সময় হলেই বুঝা যাবে তার পিকিং সফর কতটা সফল হয়েছে।
তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রামের সমালোচনা করে বলেন রাম বলেছেন যুদ্ধে পাকিস্তানের শহর দখল করলে আর ছেড়ে দেয়া হবে না। তিনি বলেন তার জনগন সর্বাত্মক যুদ্ধে অংশ নেবে। আর হোক দমাদম মাস্কালান্দর। তিনি বলেন ফরাসী ভাষায় বক্তৃতা দিলেই ফ্রান্স বা বিশ্ববাসীকে বোকা বানানো যায়না আমিও ফ্রান্স ভাষা জানি এমনকি জার্মান ভাষাও জানি। তিনি বলেন সোভিয়েতের সাথে চুক্তির জন্য ভারতকে খেসারত দিতে হবে। পাকিস্তানও সোভিয়েতের সাথে এরকম চুক্তি করেছিল যা পরে তা অসার প্রমান হয়েছে। তিনি ৬ দল গঠনের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন তার দল প্রাসাদ ষড়যন্ত্র বিশ্বাস করে না।