রাজাপুর বধ্যভূমি (ঝালকাঠি)
ভুলে যাওয়া সেইসব ত্যাগের কথা
কী হবে আর তাদের মনে করে। সেসব জীবনের কি কোন মূল্য ছিলোনা? তাদের কি কোন গল্প ছিলোনা? ১৯৭১ এর ২৩ নভেম্বর ঝালকাঠির রাজাপুর হানাদার মুক্ত হয়। বরিশালের মধ্যে এটি প্রথম মুক্ত হয়। ক্ষিপ্ত পাকসেনারা বহু মানুষকে হত্যা করে এই স্থানের নিকটস্থ খালে ফেলে দেয়। তাঁদের স্মরণে এই সৌধ নির্মিত হয়। আজ হয়ত কেউ সে খবর রাখিনা।