১০ নভেম্বর ১৯৭১ঃ লাহোরে জুলফিকার আলী ভুট্টো
ভুট্টো রাওয়ালপিন্ডি থেকে লাহোর পৌঁছে সেখানে এক জনসভায় বলেন পাকিস্তান যুদ্ধ চায় না তবে যুদ্ধ বাধলে তা সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না জনগণও যুদ্ধে সামিল হবে। পাকিস্তান অবশ্যই সঙ্কটের মধ্যে আছে। পাকিস্তানের অভ্যন্তরীণ সঙ্কটের মাঝে ফায়দা লুটার চেষ্টা করার ভারতীয় মতলব কখনো সফল হবে না। তিনি বলেন কোন বিদেশী শক্তি ভারতের বন্ধু হয়ে থাকলে তাদের মধ্যে চুক্তি হয়ে থাকলে আমাদেরও কয়েকটি বন্ধু আছে। তাদের সাথে কোন চুক্তি ছাড়াই আমাদের সাহায্যে এগিয়ে আসবে। তিনি বলেন যুদ্ধ শুধু ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকিবে না। তিনি ভারতীয় নেতৃবৃন্দকে পাকিস্তানের প্রতি হুমকি প্রদান থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দিয়ে বলেন এদেশের সশস্র বাহিনী ও জনগন যে কোন হামলার মোকাবেলা ও তাদের আবাস ভুমির প্রতি ইঞ্চি ভুমি রক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। ভারত সৈন্য প্রত্যাহার করবে না এবং ভারত পাকিস্তানের শহর দখলের পর তা আর ফেরত দিবে না বলে ভারতের প্রতিরক্ষামন্ত্রী যে হুমকি দিয়েছেন তার উত্তরে পিপিপি প্রধান বলেন আমাদের মৃতদেহের উপর দিয়েই কেবল ভারত পূর্ব পাকিস্তানের শহর গুলো দখল করতে পারবে। তিনি বলেন পূর্ব পাকিস্তানের পরাজিত শক্তির সহিত ক্ষমতার ভাগাভাগিতে তিনি অংশ নিতে চান না কেবল বিজয়ীদের সাথেই অংশ নিতে চান।