৯ নভেম্বর ১৯৭১ঃ সামরিক আদালতে ৫৯ জন উচ্চপদস্থ কর্মকর্তা ও শিক্ষাবিদের সাজা
ঢাকার বিশেষ সামরিক আদালত এক রায়ে ১৩ জন সিএসপি, ৪২ জন ইপিসিএস অফিসার ও ৪ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের প্রত্যেককে ১৪ বছরের সশ্রম কারাদন্ডসহ অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। সাজাপ্রাপ্ত অধ্যাপকরা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চেীধুরী (রাষ্ট্রবিজ্ঞান) আবদুর রাজ্জাক (রাষ্ট্রবিজ্ঞান), সারওয়ার মুর্শেদ (ইংরেজী) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাজহারুল ইসলাম (বাংলা)। সিএসপিদের মধ্যে আছেন ১) খন্দকার আসাদুজ্জামান ২) এইচটি ইমাম, ৩) আব্দুস সামাদ ৪) নুরুল কাদের খান ৫) সৈয়দ আব্দুস সামাদ ৬) কুদরত এ ইলাহি ৭) মোহাম্মদ খসরুজ্জামান চৌধুরী ৮) কাজী রকিব উদ্দিন আহমেদ ৯) ওয়ালিউল ইসলাম ১০) আকবর আলী খান ১১) কামাল উদ্দিন সিদ্দিকী ১২) তৌফিক ইলাহী চৌধুরী ১৩) সাদত হোসেন খান।
ইপিসিএসদের মধ্যে কয়েকজন হলেন ১) জিয়া উদ্দিন আহমেদ ২) মানিক লাল সমাদ্দার ৩) অমিয়াংশু সেন ৪) খান আমীর আলী
বাকীদের নাম ইমেজে।