৯ নভেম্বর ১৯৭১ঃ প্যারিসে ইন্দিরা গান্ধী
প্যারিসে সংবাদপত্রের সম্পাদকদের সাথে টেলিভিশন সাক্ষাৎকারে ইন্দিরা গান্ধী সম্পাদকদের প্রশ্নবানে জর্জরিত হয়ে বলে ফেলেন তিনি বাংলাদেশের স্বাধীনতা চান। তিনি বলেন সঙ্কটের যে কোন সমাধানের অর্থ হচ্ছে শেখ মুজিবের মুক্তি। তিনি বলেন তাহার মুক্তি ছাড়া তিনি শরণার্থীদের বাংলাদেশে ফেরত পাঠাতে পারেন না। তিনি জোর দিয়েই বলেন স্বাধীনতাই বাংলাদেশ সমস্যার একমাত্র সমাধান এবং ইহা আগে হোক আর পরে হোক আসবেই। চীন পাকিস্তানকে সাহায্য করবে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
ভারতের প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধী এখানে সাংবাদিক সম্মেলনে ফ্রেন্স ও ইংলিশ ভাসায় বলেন ফ্রান্সের নেতৃবৃন্দের সাথে আলোচনা কালে তাকে জানানো হয়েছে তারা পাকিস্তানে অস্র সরবরাহ বন্ধ রেখেছেন। তবে এ ব্যাপারে তিনি আশ্বাস চাননি বা আশ্বাস পাননি। তিনি নেতৃবৃন্দকে জানিয়েছেন যে ইয়াহিয়া খানের সাথে তিনি আলোচনায় প্রস্তুত আছেন তবে এ আলোচনার বিষয়বস্তু সম্পূর্ণ পূর্ব পাকিস্তানের ব্যাপার। তিনি বলেন তিনি ইয়াহিয়ার মনোভাব জানেন এবং বলেন মুষ্টিবদ্ধ হাতের সাথে কিভাবে করমর্দন করা যায়। তিনি বলেন চীনের সাথে ভারতের সম্পর্ক উন্নয়নে ফ্রান্স চেষ্টা করলে তিনি খুশী হবেন। চীনের সাথে দুত বিনিময়ে তার সরকারের কোন আপত্তি নেই বলে জানান। পূর্ব বঙ্গে স্বাধীনতাই একমাত্র সমাধান ফরাসী সংবাদ পত্রে প্রকাশিত এমন সংবাদ তিনি অস্বীকার করেছেন। তিনি বলেন পূর্ব বঙ্গের এমন সমাধান আসুক যাতে শরণার্থীরা ফিরে যাক। জাতিসংঘ পূর্ব পাকিস্তানের মুল সমস্যার কারন ও বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে হাত না দিয়ে পর্যবেক্ষক বাহিনী মোতায়েন অর্থহীন।