You dont have javascript enabled! Please enable it! 1971.09.24 | গােলামের গােলাম - ঢাকায় বােমা বিস্ফোরণ ইয়াহিয়ার নুরুলহুদা খতম - সংগ্রামের নোটবুক

 গােলামের গােলাম

জল্লাদ ইয়াহিয়ার তল্পীবাহক গভর্ণর ডা: আবদুল মােত্তালিব মল্লিক ওরফে (মালিক) তার নিজের তল্পীবহনের জন্য ৯টি রত্নকে খুঁজে বের করেছে। প্রাথমিক তালিকায় এদের সংখ্যা দশ বলে জানান। হলেও শেষ পর্যন্ত একজনকে খুঁজে পাওয়া যায়নি।  বাংলাদেশের দখলীকৃত এলাকায় প্রতিনিধিত্বশীল বে-সামরিক সরকার চালুর নামে এই রত্নদের খুঁজে বের করা হলেও আসলে এদের একজনেরও প্রতিনিধিত্বশীল চরিত্র নেই এবং কোনদিন ছিলও নিয়ে তাদের প্রতিনিধিত্বশীল চরিত্রের পরিচয় দেওয়া গেল।

১। আবুল কাসেম ওরফে মাইনকারচরের আবুল কাসেম। পাকিস্তানে বিশ বছরের জন্য সমস্ত বিরােধীদল নিষিদ্ধ করার প্রস্তাবের জন্য কুখ্যাতি অর্জন করে। ১৯৫৪ সাল থেকে জনগণের ভােটে কোনদিন নির্বাচিত হতে পারেনি। গত ডিসেম্বরের নির্বাচনে তিন কেন্দ্র হতে প্রার্থী হয় এবং প্রত্যেকটিতে পরাজিত ও জামানত বাজেয়াফত। দু’পার্টির ৩২টি দাঁতই নকল। চরম হিন্দু বিদ্বেষী।

২। এ, এস, এম, সােলায়মান  ৬০ টাকা বেতনের টেলিফোন অপারেটার। এক সদস্য বিশিষ্ট কৃষক-শ্রমিক পার্টির সভাপতি। শ্রমিকহীন শ্রমিক সংস্থার নেতা। দালালীর এনাম হিসাবে আইয়ুব খানের ভ্রাতা বাহাদুর খানের খাইবার ইন্দুরেন্স কোম্পানীর আঞ্চলিক জেনারেল ম্যানেজার, পাকিস্তানের কুখ্যাত ২২ পরিবারের অন্যতম দাউদের বেতন-ভােগী গােলাম ও তাদের কর্ণফুলী পেপার মিলের রেসিডেন্ট ডিরেক্টর। গত নির্বাচনে জামানত বাজেয়াফত।

৩। ‘মওলানা’ এ, কে, এম, ইউসুফ-জামাতপন্থী কাঠ মােল্লা। গত নির্বাচনে জামানত বাজেয়াফত।

৪। আব্বাস আলি খান-জামাত নেতা মওদুদীর বেতনভােগী দালাল-লেখাপড়া বলতে যা বুঝায় তার কিছুই নেই। চার আনার মােল্লা। গত নির্বাচনে জামানত বাজেয়াফত।

৫। আখতারুদ্দীন আহমদ-সার্টিফিকেট অনুসারে ব্যারিষ্টার। তবে আইন পেশায় কোনদিন পয়সা উপার্জন করতে পেরেছে কিনা তা গবেষণার বিষয়। তাই হাই কোর্টে ওকালতির বদলে তিনি বেছে নিয়েছেন ভিন্ন পথ-মানে দালালীর পেশা। একজন ডিগবাজী বিশারদ-গত কয়েক বছরে তিনি কয়েকবার দল বদল করেছেন। গত নির্বাচনে জামানত বাজেয়াফত।

৬। নওয়াজেশ আহমদ-কুষ্টিয়ার এক মুসলিম লীগ পন্থী রাখাল বালক। ৭। মওলানা ইসহাক-নিজের ও বাপ-দাদার পরিচয় জানার জন্য গবেষক দল নিযুক্তির দরকার।

৮। ওবায়দুল্লাহ মজুমদার-বেঈমান, বিশ্বাসঘাতক, দালাল।

৯। শামসুল হক ঐ।

১০। মং সু প্রাে-সেই পুরানাে মাল (মােনম খানের মন্ত্রী) গত নির্বাচনে ধরাশায়ী, জামানত বাজেয়াফত।

জয়বাংলা (১) + ১: ২০ ॥ ২৪ সেপ্টেম্বর ১৯৭১

ঢাকায় বােমা বিস্ফোরণ ইয়াহিয়ার নুরুলহুদা খতম

নিজস্ব সংবাদদাতা ঢাকা, ২৫শে সেপ্টেম্বর-বাংলাদেশ মুক্তিবাহিনীর হাতে জঙ্গীশাহীর সমর্থক ও দালাল মুসলিম লীগ নেতা নুরুল হুদা খতম হয়েছে। নুরুল হুদা বাংলাদেশ আইন সভার প্রাক্তন মুসলিম লীগ সদস্য। তার নিজ । গ্রামে মুক্তি যােদ্ধাদের মেসিন গানের গুলিতে এই শান্তি কমিটির বড় দালাল এন্তেকাল ফরমাইয়াছে। ইয়াহিয়ার নবনিযুক্ত দালাল স্থানীয় স্বায়ত্তশাসন মন্ত্রী মৌলানা মহম্মদ ইসাক আজ ঢাকায় নিজ মটরে ‘একটি টাইম বােমা বিস্ফোরণে গুরুতরভাবে আহত হয়েছে। একটি সভা থেকে ফেরবার পথে এই বিস্ফোরণ ঘটে বলে জানা যায়। আহত অবস্থায় মােটরের চালক এবং ইসাককে ঢাকা হাসপাতালে ভর্তি করা হয়।

সাপ্তাহিক বাংলা ॥ ১: ২ ॥ ২৬ সেপ্টেম্বর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪