You dont have javascript enabled! Please enable it! 1971.07.07 | মার্কিন কনস্যুলেটে বাঙলাদেশ শান্তি সংসদ আজ বিক্ষোভ জানাবে | কালান্তর - সংগ্রামের নোটবুক

মার্কিন কনস্যুলেটে বাঙলাদেশ শান্তি সংসদ আজ বিক্ষোভ জানাবে
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ৬ জুলাই বুধবার (৭ জুলাই) বাঙলাদেশ শান্তি সংসদের নেতৃত্বে একটি মিছিল কলকাতাস্থ মার্কিন কমস্যুলেটে বিক্ষোভ জানাবে।
বাঙলাদেশ শান্তি সংসদের সাধারণ সম্পাদক জনাব আলি আকসাদ গতকাল এক বিবৃতিতে একথা জানিয়েছেন।
মিছিলটি বেলা ৩ টায় বাঙলাদেশ শান্তি সংসদের অস্থায়ী সংযােগ কেন্দ্র ১৪৪ লেনিন সরণী থেকে বের হবে।
বিবৃতিতে জনাব আকসাদ বাঙলাদেশের মানুষকে এবং শুভানুধ্যায়ীদের মিছিলে অংশগ্রহণ করার জন্য আবেদন জানিয়েছেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, নির্মম পাকিস্তানী সামরিক চক্রকে নতুন করে অস্ত্র সাহায্য করার মধ্যেই বাঙলাদেশের মানুষের ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক আন্দোলন এর প্রতি মার্কিন বিরােধিতার নীতি সুস্পষ্ট। এই অস্ত্র সাহায্যে হত্যাকারীর রক্তাক্ত হাতই শক্তিশালী হচ্ছে।
এই দুরভিসন্ধিমূলক মার্কিন আচরণের বিরুদ্ধে সকলকে সমবেত হবার জন্য জনাব আকসাদ আবেদন জানিয়েছেন।

সূত্র: কালান্তর, ৭.৭.১৯৭১

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!