You dont have javascript enabled! Please enable it! 1971.11.01 | বীভৎসতার চরম সীমায় - রক্তলােলুপ নৃশংসতার নজির বিহীন কান্ড - সংগ্রামের নোটবুক

বীভৎসতার চরম সীমায়

পাকবাহিনী খবরে প্রকাশ মক্কা থেকে হজব্রত সমাপন করে কয়েকশত ধর্মপ্রাণ হাজী যখন করাচী হয়ে বাংলাদেশে। ফিরছিলেন তাদেরকে ধরে নিয়ে নৃশংসভাবে হত্যা করেছে খান সেনারা।

স্বাধীন বাংলা (২) ১৯৭১

রক্তলােলুপ নৃশংসতার নজির বিহীন কান্ড : পাঞ্জাবী কর্তৃক নিরপরাধ গ্রামবাসী হত্যা

রেডিও-পাকিস্তানে মিথ্যা বিবরণ দান সিলেট, ৩০শে অক্টোবর সম্প্রতি গােলাপগঞ্জ থানার কোনাে একটি অঞ্চল দিয়ে একদল মুক্তিফেীজ। অতিক্রম করেছে এই অভিযােগে একদল পাঞ্জাবী সৈন্য এসে দালালদের কথা মতাে ১৮ জন নিরপরাধ গ্রামবাসীকে গ্রেপ্তার করে ওদেরকে লাইন ধরে খাড়া করিয়ে রেজাকারদের বাধ্য করে গুলি করে হত্যা করার জন্য। জকিগঞ্জ থানা এলাকায়ও মুক্তিফৌজ অতিক্রম করে যাওয়ার অভিযােগে ১২ জন। গ্রামবাসীকে অমিভাবে হত্যা করেছে। জেলার বিভিন্ন স্থানে এরকমভাবে বাজে অজুহাতে নিরপরাধ গ্রামবাসীকে হত্যা করে শেষে উহাই দুষ্কৃতকারী হত্যা নামে রেডিও পাকিস্তান থেকে প্রচারিত করা হয়ে থাকে।

মুক্ত বাংলা (১) ১: ৭ ॥ ১ নভেম্বর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪