ইয়াহিয়ার নৃশংসতার তীব্র ভৎসনা
টোকিও, ২২শে অক্টোবর, জাপানের দুটি জাতীয় দৈনিক ‘আসাহি শিমবুন’ এবং ‘হিয়ােমিউরি” পাক জঙ্গী শাহীকে বাংলাদেশে গণহত্যা চালিয়ে যাওয়ার জন্য তীব্র ভৎসনা করেছে এবং আমেরিকা, রাশিয়া ও চীনকে রাজনৈতিক সমাধানে সচেষ্ট হতে বলেছেন। বহুল প্রচারিত কাগজ দুটিতে বলা হয়েছে, এই তিন বৃহৎ শক্তি বাংলাদেশে গণহত্যা বন্ধ করতে না পারায় ভারত-পাক উপমহাদেশে বিপদজনক পরিস্থিতির উদ্ভব হয়েছে। ‘হিরােমিউরি’ মন্তব্য করেছে, বাংলাদেশকে সৈন্যের বলে আর দমিয়ে রাখা যাবে না। ভারতের কথা বলতে গিয়ে এই পত্রিকা বলেছেন, লক্ষ লক্ষ শরণার্থীর বােঝা বহন করেও অসীম ধৈর্যের পরিচয় ভারত দিয়েছে। ‘আসাহি শিমবুন’ মার্কিন সরকারকে বলেছেন যে পাক সরকারকে যেন সামরিক সাহায্য দেওয়া না
বিপ্লবী বাংলাদেশ ১: ১০ ॥
২৪ অক্টোবর ১৯৭১
চিলমারী ও উলিপুর থানা পাক সেনাদের অকথ্য নির্যাতন
নিজস্ব সংবাদদাতা প্রদত্ত] বালাবাড়ী ॥ ২৬শে অক্টোবর :গত ১৩ তারিখে চিলমারী ও উলিপুর থানায় মুক্তিবাহিনীর বীর জোয়ানগণ এক সাফল্যজনক অভিযানে বহুসংখ্যক অস্ত্র-সস্ত্র সহ ৬৩ জন রাজাকার ও দুজন পকি দালালকে ধরে আনে এবং ৭২ জন সি, এ, এফকে হত্যা করে। এর প্রতিক্রিয়া স্বরূপ পাক কর্তৃপক্ষ প্রায় তিন চার শত পাঞ্জাবী সেনাকে এই অঞ্চলে আনায়ন করে। তারা তাদের শােচনীয় পরাজয়ের প্রতিশােধ রূপে উক্ত দুই থানার অধিকৃত অঞ্চলের নিরিহ জনসাধারণকে নারী-পুরুষ ও আবাল-বৃদ্ধ বনিতা নির্বিশেষে শত শত লােককে হত্যা করে চলেছে এবং এই সব অঞ্চলের ঘরবাড়ীগুলি পুড়িয়ে দিতেছে। এ সংবাদ পাওয়া পর্যন্ত বর্বর পাক সেনারা প্রায় শত শত ঘর পুড়িয়ে দিয়েছে। এর ফলে হাজার হাজার লােক এই সব অঞ্চল থেকে মুক্ত অঞ্চলে আশ্রয়ের জন্য আসতেছে।
অগ্রদূত ॥ ১ : ৯ ২৭ অক্টোবর ১৯৭১
সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪