You dont have javascript enabled! Please enable it! 1971.11.08 | পরশুরাম যুদ্ধ- ভারতীয় গোলার আঘাতে ৪ পাকিস্তানী সৈন্য নিহত হয়েছে - সংগ্রামের নোটবুক

০৮ নভেম্বর ১৯৭১ঃ পরশুরাম যুদ্ধ

পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে পূর্ব পাকিস্তানের সংবাদপত্র সমুহ লিখে ৩ কোম্পানি ভারতীয় চররা ভারতীয় আর্টিলারির সহযোগিতায় বিলোনিয়া পরশুরাম ফুলগাজী সাতক্ষীরায় আক্রমন চালায়। রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত তারা ৪০০ রাউন্ড গোলাবর্ষণ করে। পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় চরদের এ হামলা প্রতিহত করেছে। পাকিস্তান সেনা বাহিনীর হামলায় ভারতীয় চরদের কমপক্ষে ৪৮ জন নিহত ৮০ জন আহত ও ৫ জন আটক হয়েছে। এলাকায় অতিরিক্ত পাক সৈন্য মতায়েন করা হয়েছে। ৪ জন পাক সৈন্য গুরুতর আহত হয়। ভারতীয় গোলার আঘাতে ৪ পাকিস্তানী সৈন্য নিহত হয়েছে।