পেট্রোপােলের কাছে
পাক ফৌজ ও সীমান্ত রক্ষী বাহিনীর গুলি বিনিময়
কলকাতা, ২১ জুন (ইউ এন আই)-আজ পেট্রোপােলের কাছে পাক ফৌজ ও সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে প্রায় ১ ঘণ্টা যাবত গুলি বিনিময় হয়েছে বলে প্রাপ্ত সংবাদে জানা গেছে। উপযুপরি ৪ দিন পাক ফৌজ ভারতীয় সীমানার অভ্যন্তরে আক্রমণ চালিয়ে যাচ্ছে।
পাক ফৌজ ভারতীয় সীমান্তের কাছাকাছি এসে আড়াল থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর উপর গুলি চালাতে থাকে।
পাক ফৌজ প্রথম ছােট ধরনের আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায়; পরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে পাল্টা আক্রমণ চালানাে হলে তারা মর্টার থেকে গােলা নিক্ষেপ করে।
হতাহতের কোন সংবাদ পাওয়া যায় নি।
আজ রাতে প্রাপ্ত এক সংবাদে জানা গেছে যে, পাক ফৌজ গতকাল ২৪ পরগনার বার্ণপুরের কাছে ভারতীয় সীমানার অভ্যন্তরে অনুপ্রবেশ করে এবং আক্রমণ চালায়। ২ জন আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।
মালদার সংবাদে প্রকাশ, পাক ফৌজ গত শনিবার তালতলার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর ঘাঁটির উপর আক্রমণ করে। রক্ষীবাহিনীর জোয়ানরা পাল্টা আক্রমণ চালায় এবং ৮ ঘন্টাব্যাপী সংঘর্ষ চলে।
সূত্র: কালান্তর, ২২.৬.১৯৭১