নির্যাতনের নমুনা সিলেট
১৫ই সেপ্টেম্বর আগষ্ট মাসের দ্বিতীয় সপ্তাহে জুরিবাজার এলাকা থেকে ফয়েজ মিয়ার দুই মেয়ে (১৪ ও ১৮) এবং ভূপতি চৌধুরীর দুই মেয়েকে খান সেনারা জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরপর ৪ দিন তাদের উপর পাশবিক অত্যাচার চালিয়ে পঞ্চম দিকে উক্ত ৪টি মেয়েকে বিধ্বস্ত অবস্থায় ফেরত পাঠানাে হয়। বর্বর বাহিনী কর্তৃক বালাগঞ্জে নির্মম গণহত্যা বিয়ানীবাজার থানা আওয়ামী লীগের সভাপতি জনাব এম. এ. আজিজের প্রেরিত এক বিলম্বে প্রাপ্ত সূত্রে জানা গিয়াছে যে, বেশ কিছুদিন পূর্বে বালাগঞ্জ থানার একটি গ্রামে হামলা চালিয়ে নরপিচাশ পাক সেনারা কমপক্ষে দেড় হাজার নিরীহ নাগরিককে কসাইয়ের মত হত্যা করে। পরে উক্ত এলাকার বিভিন্ন পুস্করিণীতে অসংখ্য মৃতদেহ ভাসতে দেখা যায়।
সাপ্তাহিক বাংলা x ১:১ ॥ ১৬ সেপ্টেম্বর ১৯৭১
যুক্তরাজ্যে বসবাসকারী ৩ জন বাঙালী খুন
সম্প্রতি বালাগঞ্জ থানার আলমপুর গ্রামের তিনজন যুক্তরাজ্যে বসবাসকারী বাঙালীকে খানসেনারা খুন করেছে। ঘটনার বিবরণে প্রকাশ, ইস্রাফ আলী, রফিকুল ইসলাম ও রজনী দেব নামক এই তিন ব্যক্তি তাদের আত্মীয় স্বজনকে দেখবার জন্য লন্ডন থেকে বাংলাদেশে আসেন। গােবিন্দশ্রী গ্রামের সফিক রাজাকার গত মাসে এঁদেরকে লঙ্কাটিলাস্থ পাক সামরিক বাহিনীর হাতে সােপর্দ করে। পরে পাকবাহিনীর জনৈক ক্যাপ্টেন তাদেরকে গুলী করে হত্যা করে।
অগ্রদূত ॥ ১ : ৩ ॥ ১৫ সেপ্টেম্বর ১৯৭১
সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪