You dont have javascript enabled! Please enable it! 1971.07.21 | বাংলাদেশে গণহত্যা চলছে | স্বদেশ | ২১ জুলাই ১৯৭১ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশে গণহত্যা চলছে

ব্রিটিশ এমপি। বাংলাদেশ সফররত বৃটিশ সংসদীয় প্রতিনিধি দলের সদস্য রক্ষণশীল দলের এমপি মি: টবি জেসেল । গত ২৮ জুন ঢাকায় সাংবাদিকদের বলেন যে, বাংলা দেশে ব্যাপকভাবে মানুষ নিধন এখনও চলছে এবং সে প্রমাণ তার হাতে আছে। তিনি আরও বলেন, সন্ত্রাসের রাজত্ব চালিয়ে কোন দেশই অর্থনৈতিক সমৃদ্ধি আশা করতে পারে না। সাংবাদিকদের এসব কথা জানিয়ে তিনি বলেন, ক্রমাগত গ্রামে গ্রামে লুণ্ঠন চলছে। স্থানীয় লােকজন পালিয়ে গিয়েছে। ফলে ভীতির ভাব থাকবেই। সেনাবাহিনীর লােকজন ইচ্ছা হলেই গুলি চালাচ্ছে, এটা বন্ধ করতেই হবে। হেলিকপ্টারে উড়ে যাবার সময় নীচে উড়িয়ে দেওয়া সেতুর ভগ্নাবশেষ ওরা দেখেছেন। সেই প্রসঙ্গে মি: জেসেল বলেন, ফেনীর বাইরের বড় সেতুটি যদি ভারতীয় সৈন্যবাহিনীর লােকজন উড়িয়ে থাকে-তাহলে দক্ষিণে প্রতিশােধ হিসাবে গ্রামের পর গ্রাম ধ্বংস করে দেওয়া ক্ষমার অযােগ্য। আমি নিজের বুকে হাত দিয়ে বলতে পারিনা-শরণার্থীরা ফিরে আসুন। সৈন্যরা এখন যেভাবে রাইফেল হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কারাে পক্ষেই এই দেশে ফিরে আসা বুদ্ধিমানের কাজ হবে না। ওরা বরিশাল ঘুরে এসেছেন। তাদের মতে, জায়গাটি এখনও নিরাপদ নয়। শহরের কাছাকাছি গ্রামগুলিতে সৈন্যদের নৃশংস অত্যাচারের চিহ্ন তাঁরা দেখেছেন।

স্বদেশ ॥ ১: ২১ জুলাই ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪