You dont have javascript enabled! Please enable it! স্বাধীন বাংলা সরকারের প্রধান মন্ত্রীর ঘােষণা- স্বাধীন বাংলা দেশের প্রথম প্রধান মন্ত্রী জনাব তাজউদ্দিন আহম্মদের বেতার ভাষণ - বিশ্বের মানচিত্র থেকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্ব মুছে ফেলার শক্তি কারাে নেই- সৈয়দ নজরুল ইসলাম - সংগ্রামের নোটবুক

স্বাধীন বাংলা সরকারের প্রধান মন্ত্রীর ঘােষণা

আজ ১৪ই এপ্রিল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাংলা সরকারের প্রধান মন্ত্রী জনাব তাজউদ্দিন আহম্মদ এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। উক্ত ভাষণে তিনি বিভিন্ন মিত্র দেশ গুলির নিকট সামরিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন এবং হানাদার পাকিস্তান সরকারকে অস্ত্র সরবরাহ অবিলম্বে বন্ধ করার জন্য অনুরােধ করেছেন। তাছাড়া আন্তর্জাতিক রেডক্রস এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে স্বাধীন বাংলা সরকারের সাথে সরাসরি যােগাযােগ করার জন্য এবং সাহায্য প্রদানের জন্য আবেদন জানান। প্রধান মন্ত্রী আরও ঘােষণা করেন যে স্বাধীন বাংলা সরকারের প্রতিনিধিগণ বিভিন্ন দেশের রাজনৈতিক স্বীকৃতি ও সমর্থন বিষয়ে আলােচনার জন্য শীঘ্রই বিদেশ যাবেন।

বাংলাদেশ (৩) ১:১ ১৭ এপ্রিল ১৯৭১

স্বাধীন বাংলা দেশের প্রথম প্রধান মন্ত্রী জনাব তাজউদ্দিন আহম্মদের বেতার ভাষণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে যে বাংলা দেশ সরকার গঠন করা হয়েছে সেই সরকারের কয়েকজন শীর্ষ স্থানীয় উপদেষ্টার নাম আমি দেশবাসীর সামনে পেশ করছি বাকী উপদেষ্টাদের নাম পরে ঘােষণা করা হবে।  প্রেসিডেন্ট বঙ্গবন্ধু মুজিবর রহমান ভাইস প্রেসিডেন্ট এস নজরুল ইসলাম প্রধানমন্ত্রী। তাজউদ্দিন আহম্মদ মন্ত্রী সভার সদস্য খােন্দকার মােশতাক আহমেদ, জনাব কে, এম, মুনসুর আলী, জনাব কামরুজ্জামান। | স্বাধীন বাংলাদেশের বীর ভাইবােনেরা—বাংলাদেশের সাড়ে সাত কোটি মুক্তি পাগল গণমানুষের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার সরকারের পক্ষ থেকে আমি আপনাদেরকে আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি তাদের যারা বাংলা দেশের স্বাধীনতা রক্ষা। করতে গিয়ে তাদের মূল্যবান জীবন আহুতি দিয়েছেন যতদিনে বাংলার আকাশে চন্দ্রসূর্য গ্রহতারা। রইবে যতদিন বাংলার মাটিতে মানুষ থাকবে ততদিন মাতৃভূমির স্বাধীনতা রক্ষার সংগ্রামে … পঁচিশে মার্চের মধ্যরাতে ইয়াহিয়া খান তথাকথিত দুর্ধর্ষ বুর্জোয়া বাহিনীদের বাংলা দেশের নিঃস্ব মানুষের উপর লেলিয়ে দিয়ে যে নরহত্যা যজ্ঞের শুরু করেন তা পৃথিবীর সর্ব সাধারণ্যে জ্ঞাত করে আমাদের প্রিয়নেতা বঙ্গবন্ধু মুজিবর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘােষণা করেন। আপনারা তৎকালের সব দেশের স্বাধীনতা সংগ্রামী মানুষের সাথে আজ একাতু। পশ্চিম পাকিস্তানী হানাদার দস্যু বাহিনীর বিরুদ্ধে যে প্রতিরােধ আপনারা গড়ে তুলেছেন তা এমন এক ইতিহাস সৃষ্টি করেছে যে পৃথিবীর সমস্ত স্বাধীনতাকামী মানুষের কাজে আপনাদের এই অভূতপূর্ব সংগ্রাম সর্বকালের প্রেরণার উৎস হয়ে রইবে। আপনাদের অদম্য সাহস ও শক্তি যা দিয়ে আপনারা রুখে দাড়িয়েছেন ইয়াহিয়ার ভাড়াটে দস্যুদের বিরুদ্ধে তার মধ্য দিয়ে আপনারা এটাই প্রমাণ করেছেন যুদ্ধ ক্ষেত্রে প্রাণ বিসর্জন, অনেক রক্ত পাতের ফলে এক নতুন বাঙালি জাতি জন্ম নিল ।

বাংলাদেশ (৩) ! ১:১ ১৭ এপ্রিল ১৯৭১।

বিশ্বের মানচিত্র থেকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্ব মুছে ফেলার শক্তি কারাে নেই- সৈয়দ নজরুল ইসলাম

১৭৫৭ সালে পলাশীর আম্র কাননে বাংলাদেশ তার স্বাধীনতা হারিয়েছিল আর ১৯৭১ সালের ১৭ই এপ্রিল সেই প্রাচীন জেলারই আর এক আম্র কাননে জন্ম নিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র। কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার একটি গ্রামের নতুন নামকরণ হয় মুজিব নগর। এই মুজিবনগরই হলাে বাংলাদেশের অস্থায়ী রাজধানী। সেদিন বেলা ১১টা ১০ মিনিট ঃ মঞ্চের পশ্চিম দিক থেকে এলেন নেতারা। সমবেত জনতা জয়ধ্বনি দিলেন। অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রথমে নিলেন সশস্ত্র বাহিনীর অভিবাদন। এর পরে নেতারা মঞ্চে এসে চেয়ারে বসলেন। প্রথমে উপরাষ্ট্রপতি। তারপর প্রধানমন্ত্রী তাজুদ্দিন। তারপর মন্ত্রী খন্দকার মুসতাক আহমদ, ক্যাপটেন মনসুর আলী, জনাব কামরুজ্জামান এবং প্রধান সেনাপতি কর্নেল আতাউল গনি উসমানি। স্বেচ্ছাসেবকরা পুষ্পবৃষ্টি করে তাদের অভিবাদন জানালেন। জনাব আবদুল মান্নান শুরু করলেন অনুষ্ঠান সূচী। প্রথমেই নতুন রাষ্ট্রের ঐতিহাসিক দলিল ঘােষণাপত্র পাঠ করলেন দলের চীফ হুইপ অধ্যাপক ইউসুফ আলী।

সাড়ে ৭ কোটি বাঙালীর যে স্বাধীন সার্বভৌম দেশ জন্ম নিল তার নাম হলাে স্বাধীন গণপ্রজাতান্ত্রিক বাংলা দেশ । তখন সারা আকাশে ছিল থােকা থােকা মেঘ। চারটি ছেলে প্রাণ ঢেলে ‘আমার সােনার বাংলা, আমি তােমায় ভালােবাসি’ গানটি গাইল। এর আগে পবিত্র কোরান শরীফ থেকে তেলাওয়াৎ করা হলাে। তারপর উঠে দাঁড়ালেন স্বাধীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। পায়জামা আর পাঞ্জাবী পরনে। শুরুতেই তিনি বললেন ঃ অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে আমি তাজুদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী পদে নিয়ােগ করেছি এবং তার পরামর্শক্রমে আরও তিনজনকে মন্ত্রীরূপে নিয়ােগ করেছি। একে একে তিনি পরিচয় করিয়ে দিলেন প্রধানমন্ত্রী এবং তার তিন সহকর্মীর সঙ্গে। তারপর ঘােষণা করলেন প্রধান সেনাপতি পদে কর্নেল উসমানির নিয়ােগ। আর বললেন সেনাবাহিনীর চীফ অব স্টাফ পদে নিয়ােগ করা হয়েছে কর্নেল আবদুর রবকে। | তিনি সাড়ে ৭ কোটি বাঙালী মনমানসের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা বারবার বললেন। তার প্রতিভা, ব্যক্তিত্ব, আত্মা ও স্বার্থত্যাগ এবং বিরাট রাজনৈতিক জীবনের বর্ণনা দিলেন। তিনি বলেন, আজ এই আম্র কাননে একটি নতুন জাতির জন্ম নিল। বিগত বৎসর যাবৎ বাংলার মানুষ, তার নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ঐতিহ্য, নিজস্ব নেতাদের নিয়ে এগােতে চেয়েছেন। কিন্তু পশ্চিম পাকিস্ত নিী কায়েমী স্বার্থ কখনােই তা হতে দিল না। ওরা আমাদের উপর আক্রমন চালিয়েছে। আমরা নিয়মতান্ত্রিক পথে এগােতে চেয়েছিলাম, ওরা তা দিল না। ওরা আমাদের উপর বর্বর আক্রমণ চালাল। তাই আজ আমরা লড়াইয়ে নেমেছি। এ লড়াইয়ে আমাদের জয় অনিবার্য। আমরা পশ্চিম। পাকিস্তানী হানাদারকে বিতাড়িত করবােই। আজ না জিতি কাল জিতব। কাল না জিতি পরশু জিতবই। তিনি বলেন, আমরা বিশ্বের সব রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান চাই। পরস্পরের ভাই হিসেবে বসবাস করতে চাই। মানবতার, গণতন্ত্রের এবং স্বাধীনতার জয় চাই।

আপনারা জানেন, পশ্চিম পাকিস্তানের শােষণ এবং শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য গত ২৩ বছর ধরে বঙ্গবন্ধু সব কিছু পরিত্যাগ করে আন্দোলন করেছেন। তিনি চেয়েছিলেন রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অধিকার। আমি জোর দিয়ে বলছি তিনি আমাদের মধ্যে আছেন। জাতির সংকটের সময় আমরা তার নেতৃত্ব পেয়েছি। তাই বলছি পৃথিবীর মানচিত্র আজ যে নতুন রাষ্ট্রের জন্ম লগ্নের সূচনা হলাে তা চিরদিন থাকবে। পৃথিবীর কোন শক্তি তা মুছে দিতে পারবে না। আপনারা জেনে রাখুন, গত ২৩ বছর ধরে বাংলার সংগ্রামকে পদে পদে আঘাত করেছে পশ্চিমের স্বার্থবাদী, শিল্পপতি পুঁজিবাদী ও সামরিক কুচক্রীরা। আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে আমাদের অধিকার আদায় করতে। লজ্জার কথা, দুঃখের কথা ঐ পশ্চিমারা শেরে বাংলাকে দেশদ্রোহী আখ্যা দিয়েছিল। হােসেন শহীদ সােহরাওয়ার্দীকে কারাগারে পাঠিয়েছিল। তাই ওদের সঙ্গে আপােস নেই। নেই ক্ষমা। আমাদের রাষ্ট্রপতি জনগণনন্দিত ক্ষনজন্মা মহাপুরুষ নির্যাতীত মানুষের মূর্ত প্রতীক শেখ মুজিব। বাংলার মানুষের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকারের …(অসমাপ্ত) [পরবর্তীতে প্রকাশিত হয়নি।

 জয়বাংলা (১) ১ ১  ১১ মে ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৩