You dont have javascript enabled! Please enable it! 1971.12.26 | মুজিবকে মুক্তি দাও - সংগ্রামের নোটবুক

মুজিবকে মুক্তি দাও

ভুট্টো পাকিস্তানের নয়া রাষ্ট্রপ্রধান নিযুক্ত হওয়ার পর বাঙলাদেশের জনগণের অবিসম্বাদিত নেতা ও গণপ্রজাতন্ত্রী সরকারের প্রেসিডেন্ট শেখ মুজিবর রহমানকে কারাগার হইতে মুক্তি দিয়া রাওয়ালপিণ্ডির একটি গৃহে বন্দী করিয়া রাখা হইয়াছে। ইয়াহিয়ার দোসর ভুট্টো-চক্র শেখ সাহেবকে আটক করিয়া রাখিয়া বাঙলাদেশ সরকারের সহিত দর কষাকষির মতলব আঁটিয়াছে বলিয়া মনে হয়।  কিন্তু স্বাধীন রাষ্ট্র হিসাবে বাঙলাদেশ আজ বাস্তব সত্য। ভুট্রো-চক্র ইহাকে যতশীঘ্র মানিয়া লইবে। তাহাদের নিজেদের জন্যই তত মঙ্গল। কাজেই ভুট্টো যদি শেখ মুজিবকে বন্দী করিয়া রাখিয়া বাঙলাদেশের স্বাধীনতাকে উল্টাইয়া দিয়া আবার “এক পাকিস্তান” গঠনের স্বপ্ন দেখে তাহা হইলে সে। ও তাহার সহচরেরা আহাম্মকের বেহেশতে বাস করিতেছে বলিতে হইবে। বাঙলাদেশের সমগ্র জনগণের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া আজ বিশ্ববাসী এবং ভারত ও সােভিয়েত ইউনিয়নের সরকার শেখ মুজিবর রহমানের মুক্তি দাবি ধ্বনিত-প্রতিধ্বনিত করিতেছে। ভুট্টো-চক্রের সাধ্য কি বিশ্ব-জনমতকে উপেক্ষা করিয়া শেখ সাহেবকে আটক করিয়া রাখে?

মুক্তিযুদ্ধ ! ১; ২৫ ॥ ২৫ ডিসেম্বর ১৯৭১।

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৩