বঙ্গবন্ধু অসুস্থ?
পশ্চিম পাকিস্তানের লায়লপুরের অন্ধকারায় বন্ধ প্রকোষ্ঠে জননী বাংলার শৃঙ্খল মােচনের দুঃসহ দুঃখের তপস্যায় লিপ্ত স্বাধীন বাংলার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান অসুস্থ বলিয়া জানা গিয়াছে। একটি নির্ভরযােগ্য কূটনৈতিক সূত্রের বরাত দিয়া বাংলার বাণীর লণ্ডন প্রতিনিধি জানাইয়াছেন, লণ্ডনে যে সংক্ষিপ্ত খবর পৌঁছিয়াছে উহাতে বলা হয় ‘বঙ্গবন্ধু অসুস্থ। এই সংক্ষিপ্ত সংবাদে বঙ্গবন্ধুর অসুস্থতার প্রকৃতি এবং বিস্তারিত তথ্য উল্লেখ করা হয় নাই। তবে বলা হইয়াছে যে সামরিক চিকিৎসকরা নেতার চিকিৎসা করিতেছে। কিন্তু অন্য কোন সূত্রে বঙ্গবন্ধুর অসুস্থতার সংবাদ সমর্থিত হয় নাই ।। এদিকে গত বৃহস্পতিবার ইসলামাবাদ হইতে বার্তা প্রতিষ্ঠান ইউ, পি, আই পরিবেশিত এক খবরে বলা হয়, স্বাধীন বাংলার প্রতিষ্ঠাতা এবং আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ‘গােপন বিচার’ চলিতেছে। সংবাদ সূত্রে জানা যায়, এই ‘বিচার’ বেশ কিছুদিন ধরিয়া চলিবে।
বাংলার বাণী ॥ ১৫ সংখ্যা ৪ ৭ ডিসেম্বর ১৯৭১
বঙ্গবন্ধুর মুক্তি এবং বাংলাদেশের স্বীকৃতির দাবী জানাইব বাংলাদেশ প্রতিনিধিদলের জাতিসংঘ গমনের উদ্দেশ্য সম্পর্কে ফণী মজুমদার- (নিজস্ব প্রতিনিধি)।
“অবিলম্বে শেখ মুজিবর রহমানের মুক্তি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বীকৃতি ও বিনাসর্তে দখলকারী পাক ফৌজের অপসারণের দাবীতেই আমরা রাষ্ট্র সংঘে বিশ্ব বিবেকের নিকট যাইতেছি। আমাদের বিশ্বাস বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের জনপ্রতিনিধিরা বাংলার সাড়ে সাত কোটি মানবাত্মার এই আবেদনে সাড়া দিবেন।” আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সদস্য, সর্বজন শ্রদ্ধেয় জননেতা শ্ৰী ফণী ভূষণ মজুমদার গত ২১শে সেপ্টেম্বর মুজিবনগর হইতে নিউ ইয়র্ক যাইবার পথে বাংলাদেশের কোন এক স্থানে সাংবাদিকদের নিকট এই মন্তব্য করেন। শ্রী মজুমদার বলেন, জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভূটান বাংলা দেশের উপর। পাকিস্তানের বর্বর আক্রমণের প্রসঙ্গ উত্থাপন করিবে। পাকিস্তানের হিংস্র আক্রমণের বিরুদ্ধে যুগােশ্লাভিয়া, চেকোশ্লাকিয়া, ইরাক, রাশিয়া এবং আরও কয়েকটি দেশ তাহাকে সমর্পণ করিবে। কয়েকটি দেশ বাংলাদেশকে জাতি সদ্যে অন্তর্ভুক্তির দাবী ও উত্থাপন করিবে বলিয়া তিনি জানান।
তিনি বলেন বিচারপতি জনাব আবু সাইদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের যে প্রতিনিধি দল জাতিসঙ্ঘে যাইতেছেন তাহারা জাতিস দেশের কূটনৈতিক প্রতিনিধিদের সহিত ব্যক্তিগত যােগাযােগ স্থাপন করিবেন। ইহা ছাড়াও তাঁহারা মার্কিন প্রেসিডেন্ট নিকসনের সহিত ও মার্কিন পররাষ্ট্র সচিব মিঃ উইলিয়াম রজার্সের সহিত যােগাযােগ স্থাপন করিবেন। জাতিসঙ্ঘের সেক্রেটারী জেনারেল উথান্টকে তাঁহারা বাংলাদেশ সম্পর্কে আধুনিক তথ্যাদি পরিবেশন করিয়া তাহাদের দাবীর যথার্থতা তুলিয়া ধরিবেন। শ্রী মজুমদার বলেন, পৃথিবীর কয়েকটি দেশ বাংলাদেশের উপর পাকিস্তানের আক্রমণকে পাক ভারত সংঘর্ষ বলিয়া চিত্রায়িত করিবার প্রয়াস পাইতেছে। প্রতিনিধি দলের অন্যতম উদ্দেশ্য হইবে এই সব দেশকে এই ভ্রান্তির বালুচর হইতে স্বাধীন বাংলার বাস্তব সত্যের সূর্যের সামনে টানিয়া নেওয়া। জাতিসঙ্ঘের অধিবেশন শেষে বাংলাদেশ প্রতিনিধি দলের কতিপয় সদস্য মস্কো যাত্রা করিবেন। সেখানে রুশ প্রধানমন্ত্রীর সহিত তাঁহাদের সাক্ষাতের কথা আছে।
বাংলার বাণী ॥ ১৫ সংখ্যা ॥ ৭ ডিসেম্বর ১৯৭১
সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৩