৬ নভেম্বর ১৯৭১ঃ চীনে সাংবাদিকদের উদ্দেশে পাক সরকারের মুখপাত্র
পাক সরকারের মুখপাত্র বহিপ্রচার বিভাগের পরিচালক এম এ ভাটটি চীনে সাংবাদিকদের উদ্দেশে বলেন পাকিস্তান প্রতিনিধিদল শুধু রাজনৈতিক আলোচনার জন্যই এখানে আসেনি আলোচনার টেবিলে সামরিক বিষয়ও আছে। আপনারা প্রতিনিধিদলে সদস্যদের গঠন প্রকৃতি দেখে তা বুজতে পারবেন। পাক ভারত সমস্যার ব্যাপারে এখন আন্তজার্তিক দৃষ্টি দেয়া প্রয়োজন। তিনি আশা করেন উথান্তের ২০ অক্টোবরের প্রস্তাব এখনও বহাল আছে যা পাকিস্তান মেনে নিয়েছে। উথান্ত যদি ব্যাপক অর্থ হন তবে তিনি নিজেই নিরাপত্তা পরিষদে বিষয়টি আলোচনার জন্য উত্থাপন করতে পারেন। তা ছাড়া পরিষদের যে কোন সদস্য এ বিষয়ে উত্থাপন করতে পারেন।