৬ নভেম্বর ১৯৭১ঃ ওয়াশিংটনে ইন্দিরা গান্ধী
ওয়াশিংটনে ইন্দিরা গান্ধী নিক্সন আলোচনার পর যুক্তরাষ্ট্রের পর রাষ্ট্র মন্ত্রী রজারস বলেছেন বাংলাদেশ প্রশ্নে রাজনৈতিক সমাধানে আসবার জন্য মার্কিন সরকার যতটা সম্ভব প্রভাব বিস্তার করবে। মার্কিন মুখপাত্র বলেন ইন্দিরা গান্ধীর সাথে সে দেশের প্রেসিডেন্ট এর আলোচনার পর তার দেশের কাছে বাংলাদেশের সমস্যা সম্পর্কে পরিস্কার ধারনা হয়েছে। ওয়াশিংটনস্থ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ইন্দিরা গান্ধী বলেন, ‘কোনো সমাধানে উপনীত হতে হলে তা পূর্ববঙ্গের জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে। বাংলাদেশ সরকারের উপস্থিতি ছাড়া ভারত-পাকিস্তান আলোচনা অর্থবহ হতে পারে না বরং তা সমাধানে পৌঁছাতে আরো জটিলতার সৃষ্টি করবে।’তিনি বলেন বিশ্ব নেতৃ বর্গ চাপ দিলেই পাকিস্তান মত বদলাতে বাধ্য। যুক্তরাষ্ট্র ত্যাগের আগে নিউইয়র্কে ইন্দিরা গান্ধী বলেন পূর্ববঙ্গের সমস্যা সমাধান না হলে তার দেশ সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার করবে না। ভারত। ভারত সীমান্তে তার দেশের স্বার্থ সংরক্ষণ করবে যদিও পাকিস্তান চীন এবং যুক্তরাষ্ট্রের সৈন্য বাহিনীর সহায়তা নিয়েও থাকে।