কোন গণতান্ত্রিক রাষ্ট্রই শেখ মুজিবকে জেলে রাখাটা বরদাস্ত করতে পারে না
সাংবাদিক সাক্ষাৎকারে অষ্ট্রিয়ার চ্যান্সলর- ডঃ ব্রুনাের সুস্পষ্ট অভিমত অষ্ট্রিয়ার চ্যান্সেলর ডঃ ব্রুনাে ক্রীস্কি বলেন, ইসলামাবাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিলে বাংলাদেশ সমস্যার জটিলতা কমবে। স্বাধীন ও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিদের অবিসম্বাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে জেলে রাখার কথা কোন গণতান্ত্রিক রাষ্ট্রই সহ্য করবে না। ডঃ ব্রুনাে ক্ৰীস্কি সম্প্রতি ভিয়েনায় ভারতীয় সাংবাদিকদের সঙ্গে আলােচনা কালে উপরােক্ত মন্তব্য করেন। তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিলে বাংলাদেশ সমস্যাকে কেন্দ্র করে যে উত্তপ্ত পরিমণ্ডল সৃষ্টি হয়েছে তা প্রশমিত হবে।
তিনি বলেন, শেখ মুজিব আবার রাজনৈতিক জীবনে ফিরে এলে অবস্থা শান্তির দিকে মােড় নেবে। বঙ্গবন্ধু নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন, কিন্তু রাষ্ট্রের প্রধান মন্ত্রী হওয়ার বদলে তার কারাবাস খুবই আশ্চর্যজনক। ডঃ ক্রীস্কি বলেন, তিনি শীঘ্র প্রেসিডেন্ট ইয়াহিয়াকে এ-ব্যাপারে তাঁর মতামত জানিয়ে চিঠি তাঁর মতে বাংলাদেশ সমস্যা জটিল হওয়ার ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ভারতে আশ্রয় প্রাপ্ত বাংলাদেশ শরণার্থীদের নিরাপদে স্বদেশে ফিরে যাবার অধিকার। স্বীকার করতেই হবে। ইস্রাইলের ঘটনা উল্লেখ করে তিনি মন্তব্য করেন, যুদ্ধের মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। এখানে উল্লেখ করা যেতে পারে যে, ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর অষ্ট্রিয়া সফরের। পর অষ্ট্রিয়ার প্রেস টেলিভিশনে বাংলাদেশ প্রশ্নে ভারতের প্রতি অষ্ট্রিয়ার বিপুল সমর্থন ও সহানুভূতি ব্যক্ত হয়েছে।
জয়বাংলা (১) l ১: ২৬ ৫ নভেম্বর ১৯৭১
সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৩