৫ নভেম্বর ১৯৭১ঃ করাচীতে বেতার সাক্ষাৎকারে নুরুল আমীন
পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি পূর্ব পাকিস্তান সভাপতি নুরুল আমীন করাচীতে বেতার সাক্ষাৎকারে বলেন ভারতের ক্রমাগত শত্রুতার মুখে পাকিস্তানের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। বিদেশী কিছু সংবাদ মাধ্যমের সাথে যোগসাজশে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো পূর্ব পাকিস্তানের ঘটনাবলীর ও পরিস্থিতি সম্পর্কে বানোয়াট এবং ভিত্তিহীন কাহিনী পরিবেশন করে যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি পূর্ব পাকিস্তানে হিন্দু উপাসনালয় গুলি নির্বিচার ধ্বংস এবং ডাকঘরের কার্যক্রম বন্ধের ভারতীয় সংবাদপত্রে ভিত্তিহীন কাহিনীর কথা উল্লেখ করেন। তিনি বলেন পরবর্তী সময়ে তাদের এসব কথা অসার প্রমান হবে। তিনি বলেন পল্লী অঞ্চলের ডাকঘর গুলি স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অফিস আদালত হাট বাজার সবই এখন স্বাভাবিক হয়ে আসছে। প্রবাসী পাকিস্তানীদের মনে ভীতি সঞ্চারের জন্য এসব প্রচারনা চালানো হচ্ছে। জনাব আমীন আজ এখান থেকে লাহোর গিয়েছেন। আগামীকাল রাওয়ালপিন্ডিতে তিনি ইয়াহিয়ার সাথে বৈঠকে মিলিত হবেন।